হোম > সারা দেশ > ঢাকা

সাবেক মেয়র আতিকুলসহ ৬ জন কারাগারে

আজকের পত্রিকা ডেস্ক­

সাবেক মেয়র আতিকুল ইসলাম। ছবি: ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও আওয়ামী লীগের পাঁচ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাঁদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ মার্চ দিন ধার্য করা হয়। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন।

সাবেক মেয়র আতিকুল ইসলাম ছাড়া আওয়ামী লীগের পাঁচ আসামি হলেন উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মো. শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মো. বশির উদ্দিন ও মহানগর উত্তরের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল।

এর আগে নির্দেশ অনুযায়ী আসামিদের হাজির করা হয়। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন গাজী এম এইচ তামিম ও বি এম সুলতান মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী মিজানুল ইসলাম, আব্দুস সোবহান তরফদার, ব্যারিস্টার মইনুল করিম ও সাইমুম রেজা।

শুনানিতে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, আতিকুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় সাক্ষীরা জবানবন্দিতে এই আসামিদের নাম বলেছে।

সুলতান মাহমুদ বলেন, গণ-অভ্যুত্থানের সময় উত্তরায় ২০০ মানুষকে হত্যা করা হয়েছে। এর দায় আতিকুল এড়াতে পারেন না। আদালত বলেন, ‘মেয়র থাকা কোনো অপরাধ না। অভিযোগ কী সেটা বলেন। যা নিয়ে আসবেন তাই আদেশ দিয়ে দেব?’ এ সময় সুলতান মাহমুদ বলেন, ‘উত্তরা এলাকার গণহত্যার অভিযোগ। আমরা প্রতিবেদন দেওয়ার সময় বিস্তারিত বলব।’ পরে আদালত আগামী ৯ মার্চ পরবর্তী দিন ধার্য করেন।

এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও আওয়ামী লীগের পাঁচ নেতাকে ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন।

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

হবিগঞ্জে রত্না বেইলি সেতু ভেঙে ট্রাক আটকা, দুর্ভোগে যাত্রীরা

আড়িয়াল খাঁ নদের তীর থেকে অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার

৬৭ বছর পর রামেক হাসপাতালে মানসিক রোগীদের জন্য পূর্ণাঙ্গ ওয়ার্ড

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

চাঁদপুরে নতুন ভোটারদের নিয়ে ‘নির্বাচনী অলিম্পিয়াড’

চায়ের দোকানে চলে একটি বাতি-ফ্যান, বিদ্যুৎ বিল এল সাড়ে ৫৫ হাজার টাকা

বাসার বাথরুমে পড়ে ছিল নারী প্রভাষকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

অটোরিকশাকে চাপা দিল বাস, প্রাণ গেল শিশুসহ চারজনের

হাতিয়ায় ৫৬০০ কেজি জাটকা ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ