হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে ৬৬ জনের অনুপ্রবেশের চেষ্টা

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি 

খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে ৬৬ জনের অনুপ্রবেশের চেষ্টা। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ির দুটি উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশি আখ্যা দিয়ে ভারত থেকে ৬৬ জনের অনুপ্রবেশের চেষ্টার খবর পাওয়া গেছে। আজ বুধবার ভোরে মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার সীমান্ত দিয়ে এই চেষ্টা করা হয়।

এর মধ্যে মাটিরাঙ্গার ৪০ বিজিবি জোনের শান্তিপুর বিওপির আওতাধীন শান্তিপুর সীমান্ত দিয়ে তিন পরিবারের ২৭ জন, তাইন্দং দিয়ে ৯ জন, পানছড়ির রুপসেনপাড়ার পাহাড়ি এলাকা দিয়ে ২৪ জন, বিটিলার গহিন অরণ্য দিয়ে ৬ জনসহ মোট ৬৬ জনে অবৈধভাবে অনুপ্রবেশের তথ্য পাওয়া গেছে।

তবে এ সংখ্যা আরও বেশি হতে পারে বলে স্থানীয় বাসিন্দাদের ধারণা। ওইসব ব্যক্তি প্রত্যেকেই ভারতের গুজরাট রাজ্যের বাসিন্দা এবং তাঁরা মুসলিম ধর্মের অনুসারী বলে জানা গেছে। তাঁরা গুজরাটি ও বাংলা ভাষায় কথা বলতে পারেন।

খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে ৬৬ জনের অনুপ্রবেশের চেষ্টা। ছবি: আজকের পত্রিকা

জানতে চাইলে স্থানীয় ১ নম্বর লোগাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয় কুমার চাকমা বলেন, ‘ভারতীয়দের বাংলাদেশের সীমান্তের ভেতরে অবৈধ অনুপ্রবেশের বিষয়ে শুনেছি। দুর্গম সীমান্ত এলাকা হওয়ায় সেখানে যাওয়া সম্ভব হয়নি। তবে এ বিষয়ে বিজিবির পাশাপাশি আমরাও সতর্ক আছি।’

সীমান্তে ভারতীয় নাগরিকদের বরাতে স্থানী বাসিন্দারা জানান, গুজরাট থেকে দুটি বিমানযোগে আনুমানিক ৪৫০ জনকে ত্রিপুরা রাজ্যে নিয়ে আসা হয়। তাঁদের পর্যায়ক্রমে অনুপ্রবেশ করানো হবে।

১১৪ বিএসএফ এলকেপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা আজ ভোরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার উদয়পুর জেলার রইস্যাবাড়ী ও নতুন বাজার সীমান্ত দিয়ে বাংলাদেশের পার্বত্যাঞ্চলের গহিন অরণ্য এলাকা দিয়ে তাঁদের অনুপ্রবেশ করানোর চেষ্টা করেছে। এর আগে চোখ বেঁধে প্রায় ১ ঘণ্টা পায়ে হাঁটিয়ে বাংলাদেশের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ করায় বিএসএফ।

এদিকে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, সীমান্তে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে বিজিবি সদস্যরা নিয়োজিত রয়েছেন। তবে অনুপ্রবেশ করানোর বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ধানুড়া বালিকা উচ্চবিদ্যালয়: চার বছরে ১০৬ শিক্ষার্থীর বাল্যবিবাহ

আগারগাঁওয়ে সরকারি কোয়ার্টারে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৭ জন দগ্ধ

স্বপ্নের দেশে যাত্রা: এক মাস ধরে যোগাযোগ বন্ধ, অবশেষে বাড়িতে এল নৌকাডুবির খবর!

হাটহাজারীতে বৈঠকে ছুরিকাঘাতে যুবক নিহত

পঞ্চগড়ে আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

এনসিপির জেলা ও নগর আহ্বায়ক দুই মেরুতে

প্রণোদনার পরও গম আবাদ ছাড়ছেন চাষিরা

চট্টগ্রামের আনোয়ারা: মেডিকেল বর্জ্য খালে, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আমনের বাম্পার ফলনেও মুখে হাসি নেই কৃষকের

মাদারীপুরের ৩টি আসন: বিভক্ত বিএনপি, এগিয়ে জামায়াত