হোম > সারা দেশ > মানিকগঞ্জ

যমুনায় গোসলে নেমে ২ দিন ধরে নিখোঁজ অন্তঃসত্ত্বা নারী ও শিশু

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

যমুনা নদীর পাড়ে মানুষের ভিড়। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন এক অন্তঃসত্ত্বা নারী ও এক শিশু। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। তবে বেলা সাড়ে ৩টা পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ ব্যক্তিরা হলো দৌলতপুর উপজেলার বাচামারা পূর্ব পাড়া গ্রামের মো. আব্দুল বয়াতীর মেয়ে বর্ষা খাতুন (২০) ও মো. রাহেজ বয়াতীর মেয়ে লামিয়া খাতুন (১০)। জানা গেছে, বর্ষা কয়েক মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

গতকাল বুধবার বেলা ২টার দিকে বাচামারা ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুছ আলী সেকের বাড়ির পেছনের যমুনা নদীতে একই পাড়ার ছয়জন নারী ও এক শিশু গোসল করতে নামে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে সবাই ভেসে যায়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বর্ষা ও লামিয়া নিখোঁজ থাকে।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ৯৯৯-এ কল করে সহায়তা চান। পরে শিবালয়ের আরিচা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে গতকাল সন্ধ্যা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালায়। তবে নদীতে প্রবল স্রোত ও অন্ধকার নেমে আসায় অভিযান স্থগিত করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, নদীতে প্রচণ্ড স্রোতের কারণে বর্ষা ও লামিয়া নিখোঁজ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডুবুরি দলকে সহায়তা করছে।

আরিচা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. নাদির হোসেন জানান, গতকাল সন্ধ্যায় অভিযান বন্ধ করার পর আজ সকাল ১০টা থেকে আবার উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বদলি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ শিক্ষক নেতার

আমনের বাম্পার ফলনেও মুখে হাসি নেই কৃষকের, বাজারে ধানের দাম কমায় হতাশা

পঞ্চগড়ে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস

গলায় রশি পেঁচানো নছিমনচালকের লাশ উদ্ধার

পাহাড়ে ভুট্টা চাষে ভালো ফলন পেলেন কৃষক জয়নাল

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

তরমুজ ‘বিপ্লবে’ সারসংকট

মৎস্যজীবী পরিচয়ে পুকুর ইজারা যুবলীগ নেতার

ভোটের মাঠে: টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ