হোম > সারা দেশ > নাটোর

শয়নকক্ষে স্ত্রীর আর তামাক পোড়ানো ঘরে স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার

 লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রতীকী ছবি

নাটোরের লালপুরে নিজ শয়নকক্ষে স্ত্রীর আর বাড়ির অদূরে তামাক পোড়ানো ঘরে স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২ জুন) উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত স্বামী-স্ত্রী হলেন উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া পশ্চিমপাড়া গ্রামের অজল ফকিরের ছেলে রইজুল ইসলাম (৪০) ও তাঁর স্ত্রী ফাতেমা খাতুন (৩২)।

রইজুলের ছেলে সম্রাট (১৭) জানান, রোববার (১ জুন) রাত ৯টার দিকে খাওয়াদাওয়া শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। সোমবার (২ জুন) সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে মা ফাতেমা খাতুনের শয়নকক্ষে গিয়ে দেখেন, তিনি মৃত অবস্থায় বিছানায় পড়ে আছেন। বাবা রইজুল ইসলামের অনুসন্ধান করলে বাড়ির পাশে প্রায় ১০০ গজ দূরে তামাক পোড়ানোর একটি পুরোনো ঘরে তার বাবার ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে লালপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, রইজুল ইসলাম প্রায় আট-নয় লাখ টাকা ঋণগ্রস্ত ছিলেন। তবে তাঁদের মৃত্যুকে রহস্যজনক হিসেবে তাঁরা দেখছেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মমিনুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে— আইজিপির আক্ষেপ

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

ফরিদপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ৯ ঘণ্টাতে শুরু হয়নি শনাক্ত ও নিষ্ক্রিয়করণের কাজ

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার