হোম > সারা দেশ > ঢাকা

ম্যাটসের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ২০ জন ঢামেকে

ঢামেক প্রতিবেদক

চার দফা দাবি আদায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে শিক্ষার্থীর মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর শিক্ষা ভবনের সামনে পুলিশের সঙ্গে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা নিচ্ছেন।

আজ রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে চার দফা দাবিতে শাহবাগ থেকে সচিবালয়ের সামনে যাওয়ার সময় পুলিশ তাঁদের লাঠিপেটা করে। তাঁদের এই সংঘর্ষ হয়।

পরে সন্ধ্যার দিকে আহতরা হাসপাতালে আসেন। তাঁরা হলেন জাহিদুল হাসান নাইম (২১), আরাফাত ইসলাম (২১), নাইম (২২), সিহাব আহমেদ (২০), মো. আমানুল্লাহ (২১), সুমাইয়া খাতুন (২০), রায়হান গাজী (২১), তাহমিনা আক্তার (২০), রাসেল (২৩), জাহিদুল ইসলাম (২২), ডা. এরশাদুল হক (৩০), মেহেরাব হোসেন (২০), সায়মা আক্তার (২১), সোহাগ হোসেন (২২), ইশরাত জাহান (২০), আসিফুল ইসলাম (২৩) ও কাকন আক্তার (২৩)।

আহতরা জানান, ২০২৩ সাল থেকে তাঁদের চার দফা আন্দোলন চলছে। এর মধ্যে কয়েকবার আশ্বাস দিলেও কোনো সুরাহা হয়নি। কিছুদিন আগে উপদেষ্টা তাঁদের আশ্বাস দিলেও বাস্তবায়ন করেননি। চার দফা হলো—শূন্যপদে নিয়োগ ও নতুন পদ সৃষ্টি, প্রতিষ্ঠানের নাম ও কোর্স কারিকুলামের সংশোধন, ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষা ও স্বতন্ত্র শিক্ষা বোর্ড।

আহতরা আরও জানান, আজ সকাল থেকে শাহবাগে তাঁদের আন্দোলন ছিল। বিকেলে শাহবাগ থেকে সচিবালয়ের উদ্দেশে যাচ্ছিলেন। শিক্ষা ভবনের সামনে এলে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের ওপর হামলা করেন। টিয়ারগ্যাস, জলকামান নিক্ষেপ করে। এতে করে তাঁদের অনেক শিক্ষার্থী আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, অনেক শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে এসেছেন। এঁদের সবার জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

ভোলায় বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে ফের সংঘর্ষ, আহত ১২

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ে কারাগারে

চবির উপ-উপাচার্যের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে, দাবি ১০১ শিক্ষকের

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

মুজিব বাহিনীর গণহত্যার প্রতিক্রিয়া ২৫ মার্চে পাকিস্তানি বাহিনীর ক্র্যাকডাউন: জামায়াত নেতা