হোম > সারা দেশ > মাদারীপুর

কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদণ্ড

মাদারীপুর প্রতিনিধি

বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড পাওয়া তিনজন। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের রাজৈরে কুমার নদ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে এই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক। সাত দিন করে কারাদণ্ড পেয়েছেন বরগুনার নাচনাবাদ গ্রামের মো. বসার ফকির, পিরোজপুরের নাজিরপুর উপজেলার চিলডুমুরিয়া গ্রামের মো. শফিউল্লাহ সুমন ও একই উপজেলার দেলবাড়ি গ্রামের মো. মোস্তাকিম।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান চালায় রাজৈর থানার পুলিশ। এ সময় টেকেরহাট তাতিকান্দা গ্রামে কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তিনজনকে আটক করা হয়। আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, ‘আমাদের থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে আটক করে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

শাহজাদপুরের হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

ভোলায় আবাসিক হোটেলে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে অবস্থান কর্মসূচিতে বসেছে ইনকিলাব মঞ্চ

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১