হোম > সারা দেশ > টাঙ্গাইল

গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, কসাই আটক

টাঙ্গাইল প্রতিনিধি 

মধুপুরের বনে ঘোড়াগুলো পায় পুলিশ। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের মধুপুরে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে আজাদ আলী (৫৫) নামের এক কসাইকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (২৭ জুন) সকালে উপজেলার রসুলপুর থানার বাইদ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আজাদ আলীর বাড়ি জামালপুর জেলার তুলসীপুর গ্রামে।

মধুপুর থানার অড়নখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিমল চন্দ্র জানান, কসাই আজাদ আলী জামালপুরের তুলসীপুর বাজারের একজন নিয়মিত কসাই। তাঁকে এক হাজার টাকা মজুরির বিনিময়ে গাজীপুরের কয়েকজন ঘোড়া বিক্রেতা তুলসীপুর থেকে মধুপুরের বন এলাকায় নিয়ে আসেন। তাঁরা তাঁকে দিয়ে রাতে তিনটি ঘোড়া জবাই করে মাংস বিক্রির জন্য প্রসেস করেন। আজ সকালে মাংস বিক্রির জন্য কসাই আজাদ আলী এদিক-সেদিক ঘোরাফেরা করতে থাকলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে খবর পেয়ে পুলিশ তাঁকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৮-৯ জন ঘোড়া ব্যবসায়ী পালিয়ে যান। সাতটি জীবন্ত ঘোড়াকে থানায় আনা হয়। এ ছাড়া ঘোড়া জবাই করা কিছু মাংস ও মাংস প্রস্তুত করার যন্ত্রপাতি জব্দ করা হয়। পুলিশ জানায়, আজাদ আলী ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির কথা স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে জেলহাজতে পাঠানো হবে।

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়