চলমান এক সপ্তাহের কঠোর নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ রোববার দিবাগত রাত ১১টায়। এর ধারাবাহিকতা থাকবে আগামী ১২ ও ১৩ এপ্রিলও। আর ১৪ এপ্রিল থেকে শুরু হবে সর্বাত্মক লকডাউন।
আজ সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজ শেষ হচ্ছে প্রথম দফার লকডাউন। আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন।
তাহলে ১২ ও ১৩ এপ্রিল কী হবে? এ প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতা চলবে এ দুদিন।
দেশের করোনা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে গত ৩ এপ্রিল সরকার ৫ এপ্রিল থেকে সাত দিনের নিষেধাজ্ঞা দেয়। কিন্তু অফিস ও কলকারখানা খোলা রেখে চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ায় বিপাকে পড়েন কর্মজীবী মানুষেরা। ব্যাপক অসন্তোষের মুখে তৃতীয় দিন থেকে সিটি করপোরেশন এলাকায় অর্ধেক যাত্রী নেওয়ার শর্তে গণপরিবহন চালুর অনুমতি দেওয়া হয়।
এছাড়া ইদুল ফিতরকে সামনে রেখে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে শুক্রবার থেকে বাজার ও শপিংমলগুলোও সীমিত পরিসরে খুলে দেওয়া হয়েছে।
এতে সংক্রমণ পরিস্থিতির আরও অবনিত হয়েছে। গতকাল শনিবার ২৪ ঘণ্টায় রেকর্ড ৭৭ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।