হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাজস্থলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

প্রতীকী ছবি

রাঙামাটির রাজস্থলীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কাজে ব্যবহৃত রোলারের সঙ্গে ধাক্কা লেগে পুণ্যসেন তনচংগ্যা (৩৮) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পেছনে বসে থাকা রাজস্থলী উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা নন্দীয় তনচংগ্যা (৫৮)।

রোববার (২৫ মে ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সীমান্ত সড়কের হলুদিয়াপাড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত পুণ্যসেন তনচংগ্যা বগাছড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং গাইন্দ্যা ইউনিয়নের ছিংখ্যংপাড়ার জ্ঞান তনচংগ্যার ছেলে।

আহত নন্দীয় তনচংগ্যা একই এলাকার মৃত নতুন মাস্টারের ছেলে। তাঁরা দুজনে সম্পর্কে শ্যালক-দুলাভাই।

স্থানীয়রা জানান, গতকাল স্কুল ছুটির পর পুণ্যসেন ও নন্দীয় তনচংগ্যা মোটরসাইকেলে করে সীমান্ত সড়কে ঘুরতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা রোলারের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেলচালক পুণ্যসেন তনচংগ্যা। আহত নন্দীয় তনচংগ্যাকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে রাজস্থলী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

ট্রেনের ধাক্কায় দুভাইসহ তিন শ্রমিক নিহত, আহত অনেকে

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শরীয়তপুরে বিস্ফোরণ: যৌথ অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড