হোম > সারা দেশ > ঢাকা

টেন্ডার বিজ্ঞপ্তির কাটিং হাতে নিয়ে কাঠগড়ায় হাজি সেলিম, পুলিশের সঙ্গে চেঁচামেচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হাজি সেলিম। ফাইল ছবি

শাহবাগ থানায় দায়ের করা মনির হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজি সেলিমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের শুনানির জন্য হাজি সেলিমকে আজ সোমবার আদালতে তোলা হয়। এ সময় পত্রিকায় প্রকাশিত একটি টেন্ডার বিজ্ঞপ্তি হাতে নিয়ে আসেন তিনি। কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের আইনজীবীর হাতে দেন কাগজটি। এ কাজে এক পুলিশ কর্মকর্তা বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ওঠেন এই সাবেক এমপি। শুরু করেন চেঁচামেচি।

আজ আদালতে এ ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তা হাজি সেলিমকে বাধা দেওয়ায় তাঁকে ধমকাতে শুরু করেন। তবে তাঁর কথা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। তারপর পুলিশের হাত থেকে টেন্ডার বিজ্ঞপ্তিটি কেড়ে নিয়ে আইনজীবীকে দেন।

হাজি সেলিমের দেওয়া টেন্ডার বিজ্ঞপ্তির বিষয়ে তাঁর আইনজীবী অ্যাডভোকেট প্রাণনাথ সাংবাদিকদের বলেন, হাজি সেলিমের জাহাজের ব্যবসা রয়েছে। তিনি কারাগারে ডিভিশনও পেয়েছেন। পত্রিকায় প্রকাশিত একটি টেন্ডার বিজ্ঞপ্তির অংশ কেটে নিজের কাছে রেখেছিলেন। সেটি তিনি আজ তাঁকে দিয়েছেন।

টেন্ডার বিজ্ঞপ্তি নিয়ে আদালতে হইচইয়ের পর হাজি সেলিম তাঁর আইনজীবীর কাছে পুত্রবধূর কথা জানতে চান। পুত্রবধূ না আসার কারণ আইনজীবীকে জিজ্ঞেস করেন। এ সময় আইনজীবী পুত্রবধূর লেখা একটি চিঠি হাজি সেলিমকে দেখান।

শুনানির সময় এজলাসের বাইরে দরজায় দাঁড়িয়ে ছিলেন হাজি সেলিমের স্বজনেরা। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। এ সময় আত্মীয়স্বজনদের কেউ কেউ হাজি সেলিমকে দেখে কাঁদতে থাকেন। হাজি সেলিমও কাঁদতে থাকেন। তিনি সবার উদ্দেশে উড়ন্ত চুমু দেন।

মামলার শুনানি শেষে হাজি সেলিম ইশারায় আইনজীবীর কাছে জানতে চান, আর কত দিন জেলে থাকতে হবে। আরও এক বছর থাকতে হবে কি না—ইশারা করেন তিনি। আইনজীবী বলেন, আগামী ঈদেও কারাগারে থাকতে হতে পারে। তখন বিমর্ষ হয়ে পড়েন হাজি সেলিম।

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

হাতিয়ায় শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ, বিক্ষোভ

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

চুয়াডাঙ্গায় গৃহবধূ ও যুবককে জুতার মালা পরিয়ে ও চুল কেটে নির্যাতন

চাঁদপুরে বিএনপি-খেলাফতের ২ প্রার্থীকে শোকজ

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

চাটমোহরে শিয়ালের মাংস বাজারে বিক্রির অভিযোগ

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫