শহীদ জিয়ার আদর্শে যারা বিশ্বাস করে, তাদের মধ্যে বিভাজনের সুযোগ নেই। ভালোবাসা ও দেশপ্রেম দিয়ে মানুষের হৃদয় জয় করে সামনে এগিয়ে যেতে হবে। আজ শনিবার (২১ জুন) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের খাজুরিয়া বাজারে ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ এসব কথা বলেন।
লায়ন মো. হারুনুর রশিদ বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা ১৮ বছর ধরে নানা নির্যাতনের শিকার হয়েও শান্ত থেকেছে। তারেক রহমানের আহ্বানে প্রতিহিংসার পথে না গিয়ে বুঝিয়ে দিয়েছে—মানুষ কেন বারবার বিএনপিকে ভালোবাসে।’
লায়ন মো. হারুনুর রশিদ আরও বলেন, ‘খালেদা জিয়া মৃত্যুমুখে থেকেও আপস করেননি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করাই হবে নতুন বাংলাদেশ গড়ার প্রথম ধাপ।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোস্তফা কামাল চৌধুরী। সঞ্চালনায় ছিলেন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন জিলন।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, উপজেলা মহিলা দলের পারুল বেগম, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কালু, আব্দুর রহিম জমাদ্দার প্রমুখ।
সভায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা অংশ নেন।