হোম > সারা দেশ

শনিবার থেকে ৫ দেশে চালু হচ্ছে বিশেষ ফ্লাইট

কূটনৈতিক প্রতিবেদক

আগামী শনিবার থেকে প্রবাসীকর্মী অধ্যুষিত ৫ দেশে বিশেষ ফ্লাইট চালু করবে সরকার।

আজ বৃহস্পতিবার আন্ত:মন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে বিশেষ ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা হয়। চাহিদা সাপেক্ষে ওই পাঁচটি দেশে ১০০ থেকে ১২০টি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হতে পারে।

বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন আজকের পত্রিকাকে গতকাল রাতে বলেন, ‘আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ৫টি দেশের বিষয়ে ফ্লাইট চালুর সিদ্ধান্ত হয়। বিশেষ ফ্লাইটগুলো কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে সুনির্দিষ্ট পন্থা নির্ধারণ করা হয়েছে’।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে আটকে পরা বিদেশগামী কর্মীদের বিষয়ে অনুষ্ঠিত এ ভার্চুয়াল সভায় প্রধানমন্ত্রীর কার্যালয় কর্মকর্তা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় গত বুধবার থেকে এক সপ্তাহের জন্য বাতিল করা হয় সব দেশের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট। যার প্রভাব সরাসরি গিয়ে পরেছে বিদেশগামী প্রায় ২৫ হাজার কর্মীর উপর।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

নাটোর-২: সরকারি অ্যাম্বুলেন্সে গণভোটের প্রচার

ঝিনাইদহ: জলাতঙ্কের টিকা নেই, বিপাকে রোগীরা

তিস্তা সেচনালার তীরে ভাঙন: ডুবল শতাধিক একরের ফসল

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

ইসির ভেতরে ভূত লুকিয়ে আছে, এটা জানতাম না: আযম খান

কক্সবাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যাকাণ্ড বলছে পরিবার

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট