হোম > সারা দেশ

শনিবার থেকে ৫ দেশে চালু হচ্ছে বিশেষ ফ্লাইট

কূটনৈতিক প্রতিবেদক

আগামী শনিবার থেকে প্রবাসীকর্মী অধ্যুষিত ৫ দেশে বিশেষ ফ্লাইট চালু করবে সরকার।

আজ বৃহস্পতিবার আন্ত:মন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে বিশেষ ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা হয়। চাহিদা সাপেক্ষে ওই পাঁচটি দেশে ১০০ থেকে ১২০টি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হতে পারে।

বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন আজকের পত্রিকাকে গতকাল রাতে বলেন, ‘আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ৫টি দেশের বিষয়ে ফ্লাইট চালুর সিদ্ধান্ত হয়। বিশেষ ফ্লাইটগুলো কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে সুনির্দিষ্ট পন্থা নির্ধারণ করা হয়েছে’।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে আটকে পরা বিদেশগামী কর্মীদের বিষয়ে অনুষ্ঠিত এ ভার্চুয়াল সভায় প্রধানমন্ত্রীর কার্যালয় কর্মকর্তা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় গত বুধবার থেকে এক সপ্তাহের জন্য বাতিল করা হয় সব দেশের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট। যার প্রভাব সরাসরি গিয়ে পরেছে বিদেশগামী প্রায় ২৫ হাজার কর্মীর উপর।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী