হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় সীমান্ত দিয়ে মানব পাচারের সময় আটক ৫

কুমিল্লা প্রতিনিধি

বিজিবির হাতে আটক পাঁচজন। ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচং সীমান্ত এলাকা দিয়ে ভারতে মানব পাচারের সময় তিন বাংলাদেশি নাগরিক ও দুই মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

আজ মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন কুমিল্লা সেক্টরের সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান।

বিজিবি জানায় সোমবার (৭ জুলাই) রাতে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবির) খারেরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-২০৭১/২ এস এলাকাসংলগ্ন বেলবাড়ী থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

আটক তিন বাংলাদেশি নাগরিক হলেন—নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুর গ্রামের সোহাগ মিয়া (২৬), পূর্বধলার বলিয়াকান্দা গ্রামের সাইদুর হক (২৪) এবং রাণীখং গ্রামের হজরত আলী (২৮)।

আটক মানব পাচারকারীরা হলেন—কুমিল্লার বুড়িচং উপজেলার খারেরা গ্রামের মো. বিল্লাল (৪৫) ও পাহাড়পুর গ্রামের হাবিবুর রহমান (৩০)।

একই ঘটনায় আরও দুই পাচারকারী মো. নাজমুল হোসেন (৩২) ও মো. আব্দুল আলিম (৪২) পালিয়ে যান। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানা গেছে।

লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান জানান, সীমান্ত দিয়ে অবৈধ পারাপার ও মানব পাচার রোধে বেলবাড়ী সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কুমিল্লার বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

যশোর বিএনপি:৩ আসনে প্রার্থী বদল মাঠে বঞ্চিত ১০ জন

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

লঞ্চ দুর্ঘটনা: চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে ঢাকায় পৌঁছা হলো না জেলে হানিফের