হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় অপহরণকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার, অস্ত্র ও র‍্যাবের পোশাক উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

জায়েদ হোসেন ফারুক

কক্সবাজারের উখিয়ায় জায়েদ হোসেন ফারুক (২২) নামের অপহরণকারী চক্রের এক মূল হোতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাঁর কাছ থেকে অস্ত্র ও

র‍্যাবের পোশাক উদ্ধার করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার পশ্চিম মরিচ্যা গ্রামে এই অভিযান চালানো হয়। আজ সোমবার দুপুরে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলাম।

র‍্যাব কর্মকর্তা জানান, ১১ জুন রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে মো. হাফিজ উল্লাহকে র‍্যাব পরিচয়ে অপহরণ করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। পরে অপহৃতের পরিবারের কাছ থেকে ১৫ লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। লে. কর্নেল কামরুল ইসলাম জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ ঘটনার মূল হোতা মো. জায়েদ হোসেন ফারুককে গ্রেপ্তার করা হয়।

অভিযানে জব্দ করা অস্ত্র, র‍্যাবের পোশাক। ছবি: সংগৃহীত

পরে জিজ্ঞাসাবাদ করার পর তাঁর কাছ থেকে র‍্যাবের চারটি পোশাক, একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি বন্দুক, ২১ রাউন্ড দেশি-বিদেশি পিস্তল, বন্দুকের গুলি, র‍্যাবের নকল আইডিসহ বিভিন্ন সরাঞ্জাম উদ্ধার করা হয়। সম্প্রতি সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ডাকাত শাহ আলম, সেনাবাহিনীর বরখাস্ত সৈনিক সুমন মোল্লাসহ আরও চারজন এই অপহরণকারী চক্রের সঙ্গে জড়িত বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষকসংকট

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণ মেলেনি ছয় বছরেও

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান