হোম > সারা দেশ > ঢাকা

বিস্ফোরক মামলায় বিএনপি নেতা এ্যানিসহ ৯ জন খালাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

রাজধানীর সূত্রাপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ নয় জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আজ সোমবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় দেন বলে নিশ্চিত করেছেন এ্যানির আইনজীবী মহিউদ্দিন চৌধুরী।

তিনি আজকের পত্রিকাকে জানান, মামলার সাক্ষ্য গ্রহণ পর্যায় থেকে আসামিদের খালাস দিয়েছে আদালত। এ মামলা চলার মতো কোনো উপাদান না থাকায় আদালত এ পর্যায়ে মামলাটি নিষ্পত্তি করেছে।

খালাস পাওয়া অন্যরা হলেন বিএনপি নেতা আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিব, ইসহাক সরকার, কাজী আবুল বাশার, নজরুল ইসলাম খান টিপু, এম এ সৈয়দ মন্টু, আ. সাত্তার ও মো. সালাউদ্দিন।

মামলার সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১০ নভেম্বর ১৮ দলের ডাকা হরতাল চলাকালে সূত্রাপুর এলাকায় একটি লেগুনায় পেট্রোল বোমা নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা। এতে ওই গাড়িতে থাকা পাঁচজন দগ্ধ হয়।

এ ঘটনার পরদিন তৎকালীন পুলিশের উপপরিদর্শক (এসআই) নয়ন ফারকুন বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে সূত্রাপুর থানায় মামলা করেন।

মামলায় বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাসহ ১০ জনকে আসামি করা হয়।

তদন্ত শেষে ২০১৯ সালের ২১ মে ডিবি পুলিশের পরিদর্শক আনোয়ার আলম আজাদ আদালতে অভিযোগপত্র জমা দেন। সাদেক হোসেন খোকা সেই বছরই মারা যান।

এরপর এ্যানিসহ নয়জনের বিচার শুরু হয়। আজ প্রায় এক যুগ পর বিস্ফোরক দ্রব্য আইনে করা ওই মামলা থেকে বেকসুর খালাস পেলেন তারা।

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

‘ভুলবশত’ দলে ফেরা ইউপি চেয়ারম্যানের বহিষ্কারাদেশ বহাল

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল