হোম > সারা দেশ > মাদারীপুর

বাংলাদেশি বন্ধুর নতুন বাড়ি দেখতে মাদারীপুরে সৌদি দম্পতি

মাদারীপুর প্রতিনিধি

কুকরাইল এলাকায় সুমন মিয়ার বাড়িতে সৌদি দম্পতি দায়ফাল্লা আলওথাইবি ও তাঁর স্ত্রী সাহাব মোহাম্মদ গ্রেইনি। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশি বন্ধুকে দেখতে সৌদি আরব থেকে মাদারীপুরে এসেছেন এক দম্পতি। আজ শুক্রবার দুপুরে মাদারীপুর শহরের পৌরসভার কুকরাইল এলাকায় সুমন মিয়ার বাড়িতে যান তাঁরা। তাঁদের দেখতে প্রতিবেশীরা ভিড় করেন।

শুক্রবার (১৩ জুন) দুপুরে মাদারীপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে সুমনের বাড়িতে যান সৌদি আরবের নাগরিক হুমুদ দায়ফাল্লা আলওথাইবি ও তাঁর স্ত্রী সাহাব মোহাম্মদ গ্রেইনি। তাঁরা সুমনের একটি সাততলা ভবন উদ্বোধন করেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ২০০১ সালে সৌদি আরবের রিয়াদে ঠিকাদারি কাজ শুরু করেন মাদারীপুর সদর উপজেলার মাদ্রা গ্রামের সুমন মিয়া। কাজের সুবাদে সৌদি আরবের বড় ব্যবসায়ী হুমুদ দায়ফাল্লা আলওথাইবির সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। পরে ব্যবসায়িক অংশীদার হিসেবে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। সুমন দেশে এসে মাদারীপুরের কুকরাইল এলাকায় জায়গা কিনে বাড়ি নির্মাণ শুরু করেন। তবে জীবিকার তাগিদে তিনি আবারও ফিরে যান সৌদি আরবে।

বন্ধুর নতুন বাড়ি দেখতে ওই আলওথাইবি আগ্রহী ছিলেন। গত বুধবার (১১ জুন) স্ত্রীকে নিয়ে তিনি বাংলাদেশে আসেন। পরে মাদারীপুর শহরের একটি আবাসিক হোটেলে ওঠেন তাঁরা। সেখান থেকে আজ কুকরাইল এলাকায় সুমনের বাড়ি যান। আগামী রোববার (১৫ জুন) তাঁরা সৌদি আরবে ফিরে যাবেন।

সৌদি আরবের নাগরিক হুমুদ দায়ফাল্লা আলওথাইবি জানান, তিনি প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন। তা-ও আবার স্ত্রীকে নিয়ে। এখানকার মানুষের অ্যাপায়নে তাঁরা মুগ্ধ। তাঁদের অনেক ভালো লেগেছে। তাই আবার বাংলাদেশে ঘুরতে আসবেন বলে জানান।

সৌদিপ্রবাসী সুমন মিয়া বলেন, ভালো সম্পর্ক ও বন্ধুত্ব থাকার কারণে এত দূর থেকে বাংলাদেশে ছুটে এসেছেন তাঁর সৌদির বন্ধু।

ইয়াবা-কাণ্ডে চট্টগ্রামে ৮ পুলিশ সদস্য বরখাস্ত

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে ৩৫টি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগ

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

পটিয়ায় স্কুলে শিক্ষার্থী ভর্তিতে আর্থিক লেনদেনের অভিযোগ

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার

দুপুরে ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর রিমান্ড, সন্ধ্যায় জামিন