হোম > সারা দেশ > বাগেরহাট

টানা বৃষ্টিতে মোংলা বন্দরে চার জাহাজে পণ্য খালাস বন্ধ

 মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলা সমুদ্র বন্দর। ছবি: আজকের পত্রিকা

টানা বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মোংলা বন্দরে অবস্থান করা চারটি জাহাজ থেকে চাল ও সার খালাস কার্যক্রম বন্ধ রয়েছে। আজ বুধবার সকাল থেকে এমভি হোয়াং-৯ ও এমভি ট্রাংক-৮ জাহাজ থেকে চাল এবং টিবিএস প্রিন্সেস ও এমভি ডিপ ব্লু জাহাজ থেকে সার খালাস বন্ধ রয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরে অবস্থানরত অন্য ৯টি জাহাজে কয়লা, ক্লিংকার ও মেশিনারি পণ্যের খালাস কার্যক্রম চলমান।

মোংলা বন্দরের পরিচালক (ট্রাফিক) কামাল হোসেন বলেন, বর্তমানে মোংলা বন্দরে ১৩টি বিদেশি বাণিজ্যিক জাহাজ রয়েছে। এর মধ্যে সার ও চালবাহী চারটি জাহাজের পণ্য খালাস সম্পূর্ণ বন্ধ রয়েছে। তিনি জানান, বৃষ্টির কারণে মাল খালাস করতে না পারায় সারবাহী জাহাজ এমভি টিবিএস প্রিন্সেস সময়মতো বন্দর ত্যাগ করতে পারেনি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টানা বৃষ্টির কারণে বুধবার মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। এর প্রভাবে মোংলার উপকূলজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে।

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মো. হারুন অর রশিদ জানান, এমন আবহাওয়া ও বৃষ্টিপাত আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। উপকূলীয় এলাকায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়াও বয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

নড়াইলে দুটি আসনে ২৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প