হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ৪ যুবককে ১০ বছর করে কারাদণ্ড 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে অস্ত্র মামলায় চার যুবককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জেসমিন আরা জাহান আসামিদের অনুপস্থিতে এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মেঘুল্লা গ্রামের সোহরাব হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৫১), একই গ্রামের খবির উদ্দিনের ছেলে আসাদুল (৩২), এনায়েতপুর থানার আজুগড়া গ্রামের মৃত জয়নাল সরকারের ছেলে দুলাল সরকার (২৬), ও বেতিল চরের সেরাজ উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৬)।

মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালের ২ ফেব্রুয়ারি রাতে শাহজাদপুর থানা এলাকায় অবৈধ অস্ত্র, গুলি, বিস্ফোরক ও মাদক উদ্ধারে অভিযান চলায় পুলিশ। অভিযান চলাকালে পুলিশ খবর পায় তালগাছি বাজারে করতোয়া ডিগ্রি কলেজ গেটে অবৈধ অস্ত্র কেনাবেচা হচ্ছে। এমন অভিযোগে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদের শরীর তল্লাশি চালিয়ে চারটি দেশীয় পাইপগান ও চারটি কারতুজের গুলি উদ্ধার করে।

এ ঘটনায় শাহজাদপুর থানার এসআই নাজমুল হক বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত এ রায় দেন।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে