হোম > অর্থনীতি

জ্বালানির উচ্চমূল্যে জার্মানিতে মন্দা

জার্মানি মন্দায় পড়েছে। গত বছর জ্বালানির মূল্য বাড়ায় ভোক্তারা ব্যাপকভাবে ব্যয় কমিয়ে দেওয়ায় উৎপাদনে বড় প্রভাব পড়েছে। একারণে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির এই দেশে মন্দা দেখা দিয়েছে বলে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে। 

জার্মান সরকারের কেন্দ্রীয় পরিসংখ্যান তুলে ধরে সিএনএন বলছে, ২০২৩ সালের প্রথম তিন মাসে জার্মানির মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি দশমিক ৩ শতাংশ কমেছে। গত বছর কমেছিল দশমিক ৫ শতাংশ। 

আগের প্রান্তিকের চেয়ে শূন্য প্রবৃদ্ধি হবে অর্থাৎ প্রবৃদ্ধি বাড়বে না বা কমবে না বলে কেন্দ্রীয় পরিসংখ্যান কার্যালয় যে পূর্বাভাস দিয়েছিল, তা থেকে সরে এসে এখন প্রবৃদ্ধি কমার কথা বলেছে। পর পর দুই প্রান্তিকে (ত্রৈমাসিক) কোনো দেশের প্রবৃদ্ধি কমলে  মন্দা পরিস্থিতি হিসেবে বিবেচনা করা হয়। 

সরকারি তথ্য বলছে, বছরের শুরুতে উচ্চ মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত থাকায় এটি জার্মানির অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। মানুষের সাংসারিক ব্যয়ের চূড়ান্ত হিসাবে তার প্রতিফলন ঘটেছে। ২০২৩ সালের প্রথম প্রান্তিকে এই ব্যয় ১ দশমিক ২ শতাংশ কমেছে।  

‘জ্বালানি মূল্যবৃদ্ধির কারণে’ প্রথম ত্রৈমাসিকে ভোক্তাদের ব্যয় কমেছে মনে করেন প্যানথিয়ন ম্যাক্রো ইকোনমিক্সের ইউরো এরিয়ার প্রধান ইকোনমিস্ট ক্লজ ভিস্টেসেন।

তবে এই মন্দা পরিস্থিতি দীর্ঘমেয়াদি হওয়ার আশঙ্কা নেই। কেননা চলতি মাসের বেসরকারি খাতের ক্রয় ব্যবস্থাপনা সংক্রান্ত জরিপের ডেটা বলছে, উৎপাদন খাতে বড় ধস দেখা গেলেও মে মাসে জার্মানিতে ব্যবসায়িক কার্যক্রম বেড়েছে।

পুঁজিবাজারে নথি জমা এখন এক ক্লিকে

দেশের প্রথম ‘ক্যাশলেস’ জেলা হতে যাচ্ছে কক্সবাজার

প্রগতি ইন্ডাস্ট্রিজের গ্র্যাচুইটি ফান্ড: কর্মকর্তার অবহেলায় ৬৫ লাখ টাকার ক্ষতি

বিসিআইয়ের সাধারণ সভা: ভ্যাট ও করকাঠামো যুক্তিসংগত করার দাবি

ব্যাংকিং খাতে সঞ্চিতির সংকট: সুরক্ষা ঝুঁকিতে গ্রাহকের আমানত

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

পুনরায় বিটিএমএর প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল

খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৬ টাকা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড উন্মোচন করল ‘অল-নিউ হোন্ডা NX 200’