হোম > জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে প্রয়োজনে সেনাবাহিনী নামানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ঢাকা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে যাতে রোহিঙ্গা সন্ত্রাসীরা কোনো রকম সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে সেনাবাহিনীকে নামানো হবে।

আজ মঙ্গলবার বিকেলে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির সভা শেষে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সন্ত্রাসীরা যাতে ক্যাম্পে ঢুকতে না পারে সে জন্য সব বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান চালানো হবে। সেখানে নেতৃত্ব দেবে সেনাবাহিনী। 

আসাদুজ্জামান খান বলেন, মিয়ানমার সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনীর টহল আরও জোরদার করা হবে। সীমান্ত দিয়ে মাদক এবং অস্ত্র যাতে না ঢুকতে পারে সেটাই এর মূল কারণ। এ জন্য শক্তিশালী করা হচ্ছে সীমান্তকে।

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত দেওয়ার ব্যাপারে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আশা করা হচ্ছে, শিগগিরই এর ফলাফল পাওয়া যাবে। অল্পসংখ্যক হলেও মিয়ানমারে ফেরত যাওয়া শুরু করবে রোহিঙ্গারা।

রোহিঙ্গা ক্যাম্পে আরসা, আরাকান বাহিনী এবং আরএস সন্ত্রাসীরা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তাদের আটকাতে যৌথ বাহিনী কাজ করবে। প্রয়োজনে সেনাবাহিনীও তাদের সঙ্গে কাজ করবে।

কার্যক্রম প্রভাবিত করতে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে: গুম কমিশন

জনসচেতনতায় ‘ভোটের গাড়ির’ প্রচারণা শুরু সোমবার

দেড় দশকে পুলিশ, বিচার ও প্রশাসনের ভিত দুর্বল করা হয়েছে: আসিফ নজরুল

নির্বাচনের পরিবেশ তৈরিতে অপারেশন শুরু করবে যৌথ বাহিনী: ইসি সানাউল্লাহ

হাদি হত্যা: ফয়সালসহ সংশিষ্টদের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আগামী পাঁচ দিন শীতের অনুভূতি বাড়বে

অবশেষে প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেল আমজনতার দল

ফয়সালের অবস্থান নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক