হোম > সারা দেশ > ভোলা

মেঘনায় ধরা পড়া বিরল প্রজাতির সেই কাঁকড়া চুরি হয়ে গেছে

ভোলা প্রতিনিধি

ভোলার মেঘনা নদীতে জালে ধরা পড়া বিরল প্রজাতির সেই কাঁকড়াটি চুরি হয়ে গেছে। গতকাল সোমবার মধ্য রাতে এটি চুরি হয়ে যায়। 

এর আগে গত বুধবার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে ফারুক মাঝির জালে ধরা পরে এই কাঁকড়াটি। ওই জেলের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের দরুন বাজার গ্রামে। 

ফারুক মাঝি আজ মঙ্গলবার দুপুরে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি রাতে তজুমদ্দিন উপজেলার শশিভূষণ এলাকায় মেঘনার পাড়ে নৌকার মধ্যে কাঁকড়াটি রাখি। পরে বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের দরুন বাজারের বাড়িতে যাই। নৌকার মধ্যে থাকা ওই কাঁকড়াটি পাহারা দেওয়ার জন্য একজনকে ৫০০ টাকাও দিয়েছিলাম। কিন্তু আজ সকালে এসে দেখি নৌকার মধ্যে কাঁকড়াটি নেই। রাতের আঁধারে এটি চুরি করে নিয়ে গেছে।’ 

ফারুক মাঝি জানান, ‘গত বুধবার তজুমদ্দিনে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জালে ধরা পরে বিরল প্রজাতির কাঁকড়াটি। পরে নৌকায় তুলে একটি পাত্রে পানিতে রেখে দিই। গত ছয় দিন এভাবেই ছিল।’ 

ফারুক মাঝি আরও বলেন, ‘এ ধরনের কাঁকড়া এর আগে কখনো দেখিনি। লোক মুখে শুনেছি এই কাঁকড়ার দাম অনেক। তাই অনেক টাকায় বিক্রির আশায় রেখে দিয়েছিলাম। এ কাঁকড়াটির ওজন প্রায় ৩০০ গ্রাম। কাঁকড়াটি দেখতে অনেকটা পান পাতা মাছের মতো। শক্ত পিঠের ওপরে চোখ, নিচের অংশে মুখ ও ছোট ছোট অনেক পা। পেছনে রয়েছে একটি সরু লেজ।’ 

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদ উল্যাহ আজকের পত্রিকাকে বলেন, এই কাঁকড়াটি নাম লিমুলাস। এটি রাজ কাঁকড়া নামেও পরিচিত। এরা প্রধানত অগভীর সমুদ্র ও নরম বালু বা কাদা সমৃদ্ধ সমুদ্রতলে বাস করে। ডাঙায় সচরাচর পাওয়া যায়। এগুলোর দাম বেশি নয়।

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী