হোম > বিনোদন > সিনেমা

পরীমণি অভিনীত ‘মা’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত

২০ মে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক বিভাগ মার্শে দ্যু ফিল্মে প্রদর্শিত হলো বাংলাদেশের সিনেমা ‘মা’। অরণ্য আনোয়ার পরিচালিত সিনেমাটি দেখে দেশি-বিদেশি আমন্ত্রিত দর্শকেরা মুগ্ধতা প্রকাশ করেছেন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে পালে দে ফেস্টিভ্যাল ভবনের পালে-ই থিয়েটারে অনুষ্ঠিত হয় এই প্রদর্শনী। দর্শক সারিতে বাংলাদেশি সংবাদকর্মী-অতিথি ছাড়াও ছিলেন আমেরিকান, ফরাসি, চীনা, ব্রাজিলিয়ান ও ইরানের চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। পরীমণি অভিনীত ‘মা’ সিনেমার গল্প সাজানো হয়েছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে। 

পালে-ই থিয়েটারের একজন কর্মী বলেন, ‘আমি কিছু দৃশ্য দেখেছি। আমার কাছে এটি আবেগপ্রবণ ও কবিতার মতো লেগেছে।’ 

যুক্তরাষ্ট্রপ্রবাসী ইসমাইল হোসেন বলেন, ‘এক কথায় অসাধারণ। একটি দেশের জন্ম দিয়ে শেষ হয়েছে সিনেমাটি। দেশের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, মানবতার দিক—সবই অনেক ভালোভাবে ফুটে উঠেছে সিনেমায়।’

প্যারিসপ্রবাসী একজন বাংলাদেশি দর্শক বলেন, ‘ট্রেলার দেখে মনে হয়েছিল মুক্তিযুদ্ধের গল্পই থাকবে বেশি। কিন্তু না, পুরো প্রেক্ষাপটই ভিন্ন। ছবিটি অসাধারণ লেগেছে আমার।’

প্রদর্শনী শেষে দর্শকদের মতামত শোনেন নির্মাতা অরণ্য আনোয়ার। এরপর তিনি বলেন, ‘আমি খুবই খুশি। আমাদের প্রদর্শনী সফল হয়েছে। যাঁরা এসেছেন, সবাই সিনেমার কনসেপ্ট ও নির্মাণ নিয়ে প্রশংসা করেছেন। তাঁদের মতে, মুক্তিযুদ্ধ ও মাতৃত্ব নিয়ে এমন ছবি আরও হওয়া প্রয়োজন। কান উৎসবের মার্শে দ্যু ফিল্মে যে কারণে এসেছিলাম, সবই পেয়ে গেছি। ২৬ মে দেশে মুক্তি পাবে মা। বিশ্বের অন্যান্য দেশে সিনেমাটি মুক্তির ব্যাপারে এই প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার

ফেব্রুয়ারিতে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’, দেখা যাবে ৩ ভাষায়

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার

ওজন কমিয়ে শুটিংয়ে বাঁধন, মুক্তির অপেক্ষায় আরও দুই সিনেমা