হোম > বিনোদন > সিনেমা

এবার কোরিয়ান ভাষায় দৃশ্যম, অভিনয় করবেন সং কান হো

নতুন মাইলফলক ছুঁচ্ছে দক্ষিণের সুপারহিট সিনেমা ‘দৃশ্যম’। মালায়লাম সিনেমাটি প্রথম রিমেক করা হয় বলিউডে, অজয় দেবগন সিনেমাটি এখন পর্যন্ত বলিউডের অন্যতম ব্যবসাসফল সিনেমার তালিকায় স্থান নিয়ে আছে। এবার দৃশ্যম নির্মাণ করা হবে কোরিয়ায়, আর তাতে অভিনয় করবেন অস্কারজয়ী ‘প্যারাসাইট’ সিনেমার অভিনেতা সং কান হো। কোরিয়ান প্রযোজনা সংস্থার বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

গতকাল রোববার কান চলচ্চিত্র উৎসবে এই ঘোষণা করা হয়। কোরিয়ান সিনেমার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জে চোই জানান, সিনেমাটি দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত পরিচালক কিম জি-উন তৈরি করবেন আর ‘প্যারাসাইট’ সিনেমার অভিনেতা সং কান হো থাকবেন মুখ্য ভূমিকায়।

২০১৩ সালে মালায়লাম ভাষায় ‘দৃশ্যম’ তৈরি করেছিলেন পরিচালক জিতু জোসেফ। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা মোহনলাল। এরপর প্রয়াত পরিচালক নিশিকান্ত কামাত ২০১৫ সালে একই নামে হিন্দিতে ছবিটি রিমেক করেন। তাতে অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা অজয় দেবগন। দুই ভাষাতেই সিনেমা দুটি হয়েছিল সুপারহিট। তারপর এসেছে সিক্যুয়েল, তাও বক্স অফিসে বেশ ব্যবসাসফল।

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার

ফেব্রুয়ারিতে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’, দেখা যাবে ৩ ভাষায়

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার

ওজন কমিয়ে শুটিংয়ে বাঁধন, মুক্তির অপেক্ষায় আরও দুই সিনেমা

নতুন ওয়েব ফিল্মে বিদ্যা সিনহা মিম