নতুন মাইলফলক ছুঁচ্ছে দক্ষিণের সুপারহিট সিনেমা ‘দৃশ্যম’। মালায়লাম সিনেমাটি প্রথম রিমেক করা হয় বলিউডে, অজয় দেবগন সিনেমাটি এখন পর্যন্ত বলিউডের অন্যতম ব্যবসাসফল সিনেমার তালিকায় স্থান নিয়ে আছে। এবার দৃশ্যম নির্মাণ করা হবে কোরিয়ায়, আর তাতে অভিনয় করবেন অস্কারজয়ী ‘প্যারাসাইট’ সিনেমার অভিনেতা সং কান হো। কোরিয়ান প্রযোজনা সংস্থার বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
গতকাল রোববার কান চলচ্চিত্র উৎসবে এই ঘোষণা করা হয়। কোরিয়ান সিনেমার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জে চোই জানান, সিনেমাটি দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত পরিচালক কিম জি-উন তৈরি করবেন আর ‘প্যারাসাইট’ সিনেমার অভিনেতা সং কান হো থাকবেন মুখ্য ভূমিকায়।