হোম > সারা দেশ > রাজশাহী

কাউকে সস্তা রাজনীতি করতে দেব না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘সর্বোচ্চ প্রবৃদ্ধির তিনটি দেশের মধ্যে রয়েছে লাল--সবুজের বাংলাদেশ। এত কিসের অভিযোগ? সমস্যা হলে ধৈর্য ধারণ করুন। একে অন্যের পাশে দাঁড়ান। এই সমস্যা নিয়ে কাউকে সস্তা রাজনীতি করতে দেব না।’

আজ শনিবার বেলা ১১টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি ইউনিয়নের পাঁচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার। বক্তব্য দেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আনজারুল ইসলাম, প্রধান শিক্ষক আনজুমান সুলতানা, আড়ানী ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম, সম্পাদক এনামুল হক প্রমুখ। 

শাহরিয়ার আলম বলেন, ‘একটি দলের নেতা বিদেশে গাড়ি-বাড়ি ব্যবহার করবে। যাঁর আয়-উন্নতির হিসাব বাংলাদেশে নেই। তাদের কথায় কেউ আত্মহুতি দেবে না। মানুষ প্রাণ দিয়েছে, মানুষ প্রাণ দেবে। যদি দেখে তার নেতারাও রেডি আছে। সেই দল তো বিএনপি না। অন্য দলগুলো না।’ 

পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাঁচপাড়া-রুস্তমপুর সড়কের উদ্বোধন করেন। এ ছাড়া তিনি আড়ানী ইউনিয়নের ৪ নম্বর হরিপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির ভাই বীর মুক্তিযোদ্ধা মরহুম ওয়াছেদ আলীর কবর জিয়ারত করেন।

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা