হোম > অপরাধ > রাজশাহী

নওগাঁয় র‍্যাবের হেফাজতে ভূমি অফিসের নারী কর্মচারীর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় র‍্যাবের হেফাজতে সুলতানা জেসমিন নামের এক নারী (৪৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বুধবার বেলা ১১টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকা থেকে জেসমিনকে আটক করেন র‍্যাব সদস্যরা। গত শুক্রবার সকাল ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। জেসমিন নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহকারী পদে কর্মরত ছিলেন।

র‍্যাব বলছে, একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে সুলতানা জেসমিনকে আটক করা হয়। আটকের পর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জেসমিনের ভাই সোহাগ হোসেন বলেন, বুধবার সকালে অফিস করার জন্য বাসা থেকে বের হন জেসমিন। দুপুরের দিকে লোক মারফত জানতে পারেন জেসমিনকে আটক করেছে র‍্যাব। এরপর অসুস্থ অবস্থায় তাঁকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর সেখান থেকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। গতকাল শনিবার দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

জেসমিনের মামা ও নওগাঁ পৌরসভার সাবেক কাউন্সিলর নাজমুল হক বলেন, ‘নওগাঁ শহরের জনকল্যাণ এলাকায় একটা ভাড়া বাসায় থাকতেন জেসমিন। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয় প্রায় ১৭ বছর আগে। তাঁর এক সন্তান আছে। র‍্যাবের হাতে আটকের পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।’ 

নাজমুল হক জানান, জেসমিনের মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। তবে প্রতিবেদনে কী আছে সেটি তাঁরা এখনো জানতে পারেননি। 

নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মৌমিতা জলিল আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার দুপুরে র‍্যাব সদস্যরা অসুস্থ অবস্থায় এক নারীকে হাসপাতালে নিয়ে আসেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়। আমরা তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাইনি।’

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী র‍্যাব-৫-এর কোম্পানি কমান্ডার মেজর নাজমুস সাকিব বলেন, ‘একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে আটক করা হয়েছিল সুলতানা জেসমিনকে। আটকের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাঁকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকের পরামর্শে তাঁকে রাজশাহী নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থা খারাপ হয়ে গত শুক্রবার সকালের দিকে তাঁর মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে ২৫ মার্চ দুপুরে স্বজনদের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হয়েছে।’

অভিযোগের বিষয়ে র‍্যাব কমান্ডার নাজমুস সাকিব গণমাধ্যমকে জানান, একটি আর্থিক প্রতারণার অভিযোগ তাঁরা পেয়েছিলেন। এরপর ওই নারীর ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের বিষয়ে তাঁরা জানতে পারেন। ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করে অভিযোগের সত্যতা পান। এরপরই তাঁকে আটক করা হয়।

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা