হোম > বিনোদন > সিনেমা

আবারও ঢাকাই সিনেমায় মিঠুন

আবারও ঢাকাই সিনেমায় অভিনয় করবেন বলিউড ও টালিউডের কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। ‘হিরো’ নামের নতুন একটি সিনেমায় দেখা যাবে তাঁকে। আবদুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটি নির্মাণ করবেন কামরুজ্জামান রোমান। কলকাতা থেকে তথ্যটি নিশ্চিত করেছেন আবদুল্লাহ জহির বাবু।

জহির বাবু বলেন, ‘গল্পটি লেখার পর মনে হয়েছে চরিত্রটি মিঠুন চক্রবর্তীর জন্য। নির্মাতার সঙ্গে আলাপ করার পরে তিনি একমত হন। এ কারণে মিঠুন চক্রবর্তীকে সিনেমাটির গল্প শোনাতে কলকাতা এসেছি। আমার লেখা হিরো সিনেমার ন্যারেশন শুনে বললেন—ব্রিলিয়ান্ট, দারুণ! এই সিনেমা আমি করব। তাঁর মতো অভিনেতার কাছ থেকে প্রশংসা শুনে খুব ভালো লেগেছে। আমার লেখকজীবনের দারুণ একটা উল্লেখযোগ্য দিন।’

মিঠুন শিডিউল বের করলেই তাঁর সঙ্গে লিখিত চুক্তি হবে। এ প্রসঙ্গে জহির বাবু বলেন, ‘সিনেমাটি এখনো প্রাথমিক অবস্থায় আছে। তিনি (মিঠুন চক্রবর্তী) গল্প শুনে মৌখিক সম্মতি জানিয়েছেন। এখনো লিখিত চুক্তি হয়নি। তবে তিনি জানিয়েছেন তাঁর শিডিউল চেক করে দ্রুতই সময় দেবেন এই সিনেমার জন্য।’

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার

ফেব্রুয়ারিতে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’, দেখা যাবে ৩ ভাষায়

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার

ওজন কমিয়ে শুটিংয়ে বাঁধন, মুক্তির অপেক্ষায় আরও দুই সিনেমা

নতুন ওয়েব ফিল্মে বিদ্যা সিনহা মিম