হোম > রাজনীতি

সরকারের বিরুদ্ধে কথা বললেই মামলা: দুদু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোনো একটা সভা বা সমাবেশে কথা বলার পর এখন মনে হয় নতুন একটা মামলা হবে কি না। সরকারের বিরুদ্ধে কথা বললেই মামলা ‌দিয়ে হয়রা‌নি করা হয় বলে মন্তব‌্য করেছেন বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান শামসুজ্জামান দুদু। আজ সোমবার রাজধানীর ঢাকা রি‌পোর্টার্স ইউনি‌টিতে ছাত্রদলের সাবেক নেতাদের উদ্যোগে আটক নেতাদের মু‌ক্তির দা‌বিতে আয়ো‌জিত প্রতিবাদ সভায় এসব কথা বলেন তি‌নি।

শামসুজ্জামান দুদু বলেন, এই যে সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব রিজভীকে কোনো কারণ ছাড়া সাজানো-গোছানো মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এভাবে অসংখ‌্য নেতা-কর্মীকে হয়রা‌নি করা হচ্ছে। সু‌প্রিম কোর্ট তো সভ‌্য, শি‌ক্ষিত লোকদের জায়গা, নির্বাচন নিয়ে সেখানে যা হলো, তা কোনো আমলেই হয়‌নি। সব জায়গা এভাবে দখল হয়ে গেছছে। এখন সব জায়গায় চাঁদাবা‌জি। এমন‌কি বাচ্চাকে স্কুলে ভ‌র্তি করতে যাবেন, সেখানেও চাঁদাবা‌জি। সুতরাং এই অবস্থায় দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই শেখ হা‌সিনার সরকারকে পদত‌্যাগ করে নির্বাচন দিতে হবে। আন্দোলনের মাধ‌্যমেই এই দা‌বি আদায় করতে হবে।

ছাত্রদ‌লের সা‌বেক সভাপ‌তি শহীদ উদ্দীন চৌধুরী অ‌্যা‌নি ব‌লেন, ‘সব সময় মা‌ঠে আন্দোলন করে যে সফলতা আসবে তা নয়। সে জন‌্য আমরা নিজেদের মধ্যে বৈঠক ক‌রে কর্মপ‌রিকল্পনা ও কৌশল নি‌চ্ছি, যা‌তে মাঠ‌কে আরও শ‌ক্তিশালী করা যায়। আমরা এই যে প্রতিবাদসভা কর‌ছি, জে‌লে ব‌সে রিজভী ভাইয়েরা যা‌তে বুঝ‌তে পা‌রেন আমরা তা‌দের মু‌ক্তির জন‌্য কাজ কর‌ছি।’

বিএন‌পির বি‌শেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন ব‌লেন, ‘আগামী জাতীয় নির্বাচন কেমন হ‌বে তা সু‌প্রিম কোর্টে নির্বাচন দে‌খেই বোঝা যায়। জ‌াতীয় নির্বাচনও কিন্তু একই স্টাইলে হ‌বে। সুতরাং বিএন‌পি আগামী নির্বাচ‌নে যা‌বে না। আর নির্বাচন যে করব, সেই টাকাও তো নাই। ঘরবা‌ড়ি যে বি‌ক্রি করব, তাও তো নাই।’

 
প্রতিবাদ সভায় আরও বক্তব‌্য রা‌খেন বিএন‌পির চেয়ারপার্স‌নের উপ‌দেষ্টা আবুল খা‌য়ের ভূঁইয়া, ছাত্রদলের সা‌বেক নেত্রী হে‌লেনা জে‌রিন খানসহ ছাত্রদলের সা‌বেক নেতারা।

পত্রিকা অফিসে হামলার গোয়েন্দা তথ্য ছিল, আমলে নেওয়া হয়নি: সালাহউদ্দিন

হাদিকে কারা হত্যা করেছে, জনগণের বুঝতে বাকি নেই: গোলাম পরওয়ার

তারেক রহমানের জন্য নির্ধারিত ফ্লাইটের দুই কেবিন ক্রুকে প্রত্যাহার

‘নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে’, হাদির কবর জিয়ারত করে বললেন জামায়াত আমির

‘আমি তো মামলা করি না, ডাইরেক্ট ওয়ারেন্ট করাই’

২,০০০ পুলিশের বলয়ে থাকবেন তারেক রহমান

জুলাইকে দক্ষিণপন্থী ভাবাদর্শ বানাতে উঠেপড়ে লেগেছে নব্য ফ্যাসিবাদী শক্তি: উদীচী

কতিপয় রাজনৈতিক দল পানি ঘোলা করে ফায়দা লোটার চেষ্টা করছে: মির্জা আব্বাস

হাদির হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে: সালাহউদ্দিন

মার্কা যা-ই হোক, সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব: রুমিন ফারহানা