হোম > সারা দেশ > ঢাকা

বিএনপির সাবেক দুই কাউন্সিলর কারাগারে

নিজস্ব প্রতিবেদক ঢাকা

ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে রাজধানীর গেন্ডারিয়া থানায় দায়ের করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক দুই কাউন্সিলরকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

আদালত সূত্রে জানা যায়, গেন্ডারিয়া থানা বিএনপির সভাপতি ও ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মকবুল ইসলাম খান টিপু এবং সাধারণ সম্পাদক ও ৪৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদির আত্মসমর্পণ করে জামিন চাইলে তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করা হয়। 

ওই আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল আজকের পত্রিকাকে জানান, দুজনই হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর হাইকোর্টের আদেশ অনুযায়ী তাঁরা আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৯ নভেম্বর আসামিরা রাজধানীর গেন্ডারিয়া থানার স্বামীবাগ এলাকায় লাঠি-সোঁটা নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলা করেন। এ সময় ককটেল ও বোমা বিস্ফোরণ ঘটান আসামিরা। 

এ ঘটনায় গেন্ডারিয়া থানা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান বাদী হয়ে মামলা করেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির