হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ স্বতন্ত্র প্রার্থীদের

ভোট কেন্দ্রের বাইরে নিয়ন্ত্রণ ও কেন্দ্রে ঢুকতে না দেওয়াসহ নানা অভিযোগের মধ্য দিয়ে শেষ হয়েছে চুয়াডাঙ্গার ৮ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা।

স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ, আওয়ামী লীগের প্রার্থীর কর্মীরা গ্রামের ভেতরের রাস্তায় দাঁড়িয়ে বিএনপি-জামায়াতে ইসলামি ও বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের কেন্দ্রে না যেতে হুমকি দিচ্ছিল। আর কেন্দ্রে গেলে নৌকায় ভোট দিতে বলা হয়েছে। কয়েক জায়গায় বের করে দেওয়া হয় বিদ্রোহী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের।

বাঁকা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান অভিযোগ করেন, সুটিয়ায় তার এজেন্টদের বের করা দেওয়া হয়েছিল। প্রশাসন আসলে আওয়ামী লীগের লোকজন চলে যাচ্ছিল। তবে প্রশাসনের লোকজন চলে গেলে তারা আবার কেন্দ্রে এসে ঝামেলা শুরু করে। তারা নৌকায় ভোট দেওয়ার জন্য সবাইকে জোর করছিল। আওয়ামী লীগ ছাড়া অন্য দলের লোকজনের কেন্দ্রে ঢুকতে দিচ্ছিল না।

পর্যবেক্ষণে এসে নির্বাচন কমিশনার আহসান হাবিব বলেন, সার্বিকভাবে ভোট সুষ্ঠু হচ্ছে। কোথায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বেলা দেড়টা পর্যন্ত ৩০ শতাংশ ভোট পড়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা মেজর আহমেদ ও কামরুল হাসান বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে সার্বিকভাবে ভোট সুষ্ঠু হয়েছে।

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার