হোম > সারা দেশ > মানিকগঞ্জ

২০ বছর পর কমিটি পেল হরিরামপুরের বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগ

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরের বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের ৪২ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেছে উপজেলা ছাত্রলীগ। গতকাল বুধবার রাতে এক বছর মেয়াদি ঘোষিত কমিটিতে মো. সাগর চৌধুরীকে সভাপতি এবং শেখ আকাশকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

২০০২ সালে ফরিদুর রহমানকে সভাপতি এবং দুলাল আহমেদকে সাধারণ সম্পাদক করে বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করে তৎকালীন সভাপতি আমিনুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক হায়দার আলী তারেক। এরপর কামাল হোসেন-ফয়সাল আহমেদ সেতুর কমিটি এবং মাসুদুর রহমান ও রাজিবুল হাসানের কমিটি বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করতে পারেনি। দীর্ঘদিন পর বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে ইতিবাচক হিসেবে দেখছেন নেতা-কর্মীরা।

জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশি ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম বলেন, ‘হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সব কমিটি সম্মেলনের মাধ্যমে নির্দেশনা অনেক আগেই দেওয়া হয়েছিল। দীর্ঘদিন পর বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি হয়েছে। ইউনিয়ন ছাত্রলীগে গতিশীলতা বাড়বে বলে আশা করছি।’

হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি লুতফর রহমান বলেন, ‘গতকাল রাতে বয়ড়া, গালা ও চালা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। আশা করি ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখবেন।’ 

সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ বলেন, ‘আমি আর আমার সভাপতি দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদের ইচ্ছা ছিল ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করে সংগঠনে গতিশীলতা আরও বৃদ্ধি করা। অবশেষে গতকাল রাতে তিনটি ইউনিয়নের কমিটি গঠনের মাধ্যমে আমরা ১৩টি ইউনিয়নের ছাত্রলীগের কমিটি গঠন করেছি।’

এ দিকে আসিফ বিশ্বাসকে আহ্বায়ক এবং রাজিবুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে গালা ইউনিয়ন ছাত্রলীগের ২৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে উপজেলা ছাত্রলীগ। এ ছাড়া কাজী শিহাবকে সভাপতি এবং কাজী ফাগুনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট চালা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করে উপজেলা ছাত্রলীগ।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়