হোম > সারা দেশ > ঢাকা

বাঁধের কাজ কখনোই নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি

বাঁধের কাজ কখনোই নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। আজ বুধবার বেলা ১১টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার ভরাম হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। 

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু হয় গত ১৫ ডিসেম্বর। ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হওয়া কথা থাকলেও তা আজও শেষ হয়নি। এ নিয়ে প্রশ্ন করলে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘একটা সময় বেঁধে দেওয়া হয় মাত্র। বাঁধের কাজ কখনোই নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব না। ভবিষ্যতেও বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে না।’ 

এ সময় মন্ত্রী আরও বলেন, ‘যেখানে পরিবেশ কাজের উপযোগী, সেখানে নির্ধারিত সময়ে কাজ শেষ করা হয়েছে। হাওরে পানি থাকায় অনেক জায়গায় কাজ শুরু করতে দেরি হয়েছে। এসব প্রাকৃতিক কারণেই নির্ধারিত সময়ে কাজ শেষ হয় না। ভবিষ্যতে নদী খননের মধ্য দিয়ে সুনামগঞ্জের হাওরাঞ্চলে বাঁধের সংখ্যা আরও কমে আসবে।’ 

এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মল্লিক সাঈদ মাহবুব, জেলা প্রশাসক দিদার আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম শহীদুল ইসলাম, পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী খুশি মোহন সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার সামছুদ্দোহা।

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত