হোম > সারা দেশ > ঢাকা

সীমা অক্সিজেন প্ল্যান্টেের পরিচালক সান্টুর সাত দিনের রিমান্ডের আবেদন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে নিহতের ঘটনার মামলায় কারখানার পরিচালক পারভেজ উদ্দিন সান্টুর সাত দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম কামরুন নাহার রুমির আদালতে এ আবেদন করা হয়। তবে আদালত এখনো এ বিষয়ে কোনো আদেশ দেননি বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা শিল্প পুলিশের পরিদর্শক মোহাম্মদ শামশুদ্দীন। 

এর আগে গত মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে নগরীর মুরাদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে শিল্প পুলিশ। গ্রেপ্তার সান্টু মামলার এজাহারনামীয় দুই নম্বর আসামি।

উল্লেখ্য, গত ৪ মার্চ সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল (কেশবপুর) এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে ৭ জনের প্রাণহানি ও ২৫ জন আহত হন। এ ঘটনায় ৬ মার্চ রাতে আব্দুল কাদের নামে নিহত এক শ্রমিকের স্ত্রী বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন।

মামলায় আসামি করা হয়, সীমা অক্সিজেন লিমিটেডের এমডি মো. মামুন উদ্দিন (৫৫), পরিচালক পারভেজ হোসেন সান্টু (৪৮), আশরাফ উদ্দিন বাপ্পি (৪২), কারখানার ম্যানেজার আব্দুল আলীম (৪৫), প্ল্যান্ট অপারেটর ইনচার্জ সামসুজ্জামান শিকদার (৬২), প্ল্যান্ট অপারেটর খুরশিদ আলম (৫০), সেলিম জাহান (৫৮), নির্বাহী পরিচালক মো. কামাল উদ্দিন, অ্যাডমিন অফিসার গোলাম কিবরিয়া, অফিসার শান্তনু রায়, সামিউল, সুপারভাইজার ইদ্রিস আলী, সানা উল্লাহ, সিরাজ উদ-দৌলা, রাকিবুল ও রাজীবকে। এদের মধ্যে মামুন উদ্দিন, পারভেজ হোসেন সান্টু ও আশরাফ উদ্দিন বাপ্পি সহোদর।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির