হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবারও পাস ও জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৮০ দশমিক ৩২ শতাংশ। এবার ৬১ হাজার ৫১৪ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৪৯ হাজার ৪০৬ জন। 

এবার পাস করা শিক্ষার্থীদের মধ্যে ২৪ হাজার ২৯০ জন ছাত্র ও ২৫ হাজার ১১৬ জন ছাত্রী রয়েছে। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৮ জন। জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র রয়েছে ২ হাজার ৩৯৭ জন এবং ছাত্রী ২ হাজার ৬৩১ জন। 

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় ২৮১ শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৪ হাজার ২৮৯ শিক্ষার্থী পরীক্ষার ফরম পূরণ করেছিল। পরীক্ষায় ৮৯টি কেন্দ্রে ৬১ হাজার ৫১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। তবে, তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেননি। 

এ বিষয়ে শিক্ষার্থী মারিয়া জান্নাত বলেন, ‘বিজ্ঞান বিভাগ থেকে আমি গোল্ডেন জিপিএ পেয়েছি। এ জন্য সৃষ্টিকর্তা, বাবা-মাসহ কলেজের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতে ভালো কিছু করতে পারব বলে আশা করছি।’ 

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের সিনিয়র শিক্ষক মফিজুন নূর খোকা বলেন, ‘বরাবরের মতো এবারও ফলাফলের দিক দিয়ে বোর্ডের মধ্যে আমাদের কলেজ এগিয়ে রয়েছে। আমাদের কলেজ থেকে ১ হাজার ২৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তাঁদের মধ্যে পাস করেছে ১ হাজার ২৭৪ জন। বিপরীতে জিপিএ-৫ পেয়েছে ৮৩৭ জন।’ 

শিক্ষক মফিজুন নূর খোকা আরও বলেন, ‘আমাদের কলেজ প্রথম হওয়ায় আমরা খুবই উল্লসিত। শ্রেষ্ঠত্বের ধারা অব্যাহত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা চাচ্ছি। 

ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল পাসের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষাবোর্ডে এ বছর পাসের হার ৮০ দশমিক ৩২ শতাংশ। এবারও জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে রয়েছে। 

উল্লেখ্য, গত বছর ময়মনসিংহ বোর্ডে শিক্ষার্থী ও পাসের সংখ্যায় মেয়েরা এগিয়ে ছিল। পরীক্ষায় অংশগ্রহণ করেছিল মোট ৩৫ হাজার ৫৪৯ ছাত্র ও ৩৩ হাজার ৬৬৮ ছাত্রী। তাঁদের মধ্যে ৩৪ হাজার ৪৬৫ ছাত্রী ও ৩১ হাজার ৭৮৫ ছাত্র পাস করেছেন। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ১২৩ ছাত্রী ও ৩ হাজার ৫৬৪ জন ছাত্র।

দিপুকে চাকরি থেকে ইস্তফা নিতে বাধ্য করে জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মেলায় মিলল ৬০ কেজি ওজনের কচু

বিজয় দিবস উদ্‌যাপনে মুছে ফেলা হলো জুলাই আন্দোলনের গ্রাফিতি