হোম > জাতীয়

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নিচ্ছে সরকার

একুশে ফেব্রুয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নির্বিঘ্নে উদ্‌যাপন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নিচ্ছে সরকার। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারসহ পুরো ঢাকায় তৎপর থাকবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বিজিবি প্রধান মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, র‍্যাবের প্রধান এম খুরশীদ হোসেনসহ অন্য গোয়েন্দা সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ ছাড়া জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও সুরক্ষা সেবা বিভাগের সচিবসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 

আলোচনায় উঠে আসে, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নির্বিঘ্নে উদ্‌যাপন করতে এবারও প্রতিবছরের মতো নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। 

জানা গেছে, কেন্দ্রীয় শহীদ মিনার ও আজিমপুর এলাকায় অতিরিক্ত ভিড় রোধে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ ও র‍্যাব সদস্যদের পাশাপাশি গোয়েন্দা সংস্থার দৃশ্যমান ও অদৃশ্যমান সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন। বিদেশি কূটনৈতিকদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের জন্যও নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। 

পুরো শহীদ মিনার ও আশপাশের এলাকা ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় থাকবে। ডিএমপির পক্ষ থেকে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য আলাদা নির্দেশনা দেওয়া হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রয়োজনীয় ভ্রাম্যমাণ টয়লেট নির্মাণ করবে। 

ঢাকাসহ অন্য মেট্রোপলিটন এলাকা ও বিভাগীয় শহরসহ সারা দেশে যেসব এলাকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন করা হবে, সেসব এলাকায়ও নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

জানাজায় লাখো মানুষ: বিদ্রোহী কবির পাশে চিরঘুমে বিপ্লবী হাদি

সরকারের নীরবতায় বিশেষ গোষ্ঠী মব সৃষ্টি করছে: এমএসএফ

মুক্তিযুদ্ধের উপসেনাপতি এ কে খন্দকারের জানাজা রোববার পৌনে ২টায়

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৮৩ জন, উদ্ধার ১৯ আগ্নেয়াস্ত্র

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন

‘ওসমান হাদি, দেখে যাও—লক্ষ লক্ষ জনতা তোমার জন্য পাগল’

শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান রোববার থেকে চলবে

হাদি হত্যাকাণ্ডে জাতিসংঘ মহাসচিবের নিন্দা, শান্ত থাকার আহ্বান

প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী কার্যালয়ে হামলার নিন্দা শিক্ষা উপদেষ্টার

সুদানে নিহত ছয় সেনাসদস্যের মরদেহ ঢাকায়, সেনানিবাসে জানাজা কাল