হোম > সারা দেশ > ময়মনসিংহ

চালুর ৯ দিন পর যমুনা সার কারখানার উৎপাদন আবার বন্ধ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

দেশের একমাত্র দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় আবারও উৎপাদন বন্ধ হয়ে গেছে। গত রোববার সন্ধ্যায় কারখানার রিফরমার টিউবে ছিদ্র দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ।

আজ সোমবার বিকেলে যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক শহীদুল্লাহ খান এ তথ্য জানিয়ে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। পাঁচ-সাত দিনের মধ্যেই যান্ত্রিক ত্রুটি সারানো হবে। তবে এতে সারের কোনো সংকট হবে না।

কারখানা সূত্রে জানা গেছে, ১৯৯২ সালে উপজেলার তারাকান্দিতে যমুনা সার কারখানা প্রতিষ্ঠিত হয়। প্রথম দিকে যমুনার দৈনিক উৎপাদন ক্ষমতা ছিল ১ হাজার ৭০০ টন। গ্যাসের চাপ কমে যাওয়ায় ১ হাজার ৩০০ টনে উৎপাদন নেমে আসে। গত বছরের জুন মাসে গ্যাসের তীব্র সংকট দেখা দেয়। এ কারণে গত ২১ জুনে উৎপাদন বন্ধ হয়ে পড়ে। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১৮ ডিসেম্বর আবার যমুনার উৎপাদন শুরু হয়।

অপরদিকে চলতি বছরের ২২ জানুয়ারিতে ভারতীয় বিশেষজ্ঞ মি. তানাজি এস. পন্দেকারের নেতৃত্ব একটি প্রতিনিধিদল যমুনা কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের এনজি বুস্টার কমপ্রেসর পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে মি. তানাজি এস. পন্দেকার এনজি বুস্টারের একটি ভুল বাটনে চাপ দেন। এতে বিকট শব্দে অ্যামোনিয়া প্ল্যান্ট বন্ধ হয়ে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। কয়েক দিন চেষ্টার পর ২৭ জানুয়ারি উৎপাদন শুরু হয়। এরপর গত রোববার সন্ধ্যায় কারখানার রিফরমার টিউবে ছিদ্র দেখা দেওয়ায় ফের সার উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ।

এ ব্যাপারে যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শহীদুল্লাহ খান আজকের পত্রিকাকে বলেন, ‘যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সার উৎপাদন বন্ধ হয়ে পড়েছে। অতি দ্রুত সময়ের মধ্যে যান্ত্রিক ত্রুটি সারিয়ে উৎপাদন ফেরা সম্ভব হবে। তবে সারের কোনো সংকট সৃষ্টি হবে না।’

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মেলায় মিলল ৬০ কেজি ওজনের কচু

বিজয় দিবস উদ্‌যাপনে মুছে ফেলা হলো জুলাই আন্দোলনের গ্রাফিতি

ময়মনসিংহে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না—তা শতভাগ নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার