হোম > বিশ্ব > ভারত

৩ মাসের শিশুকে ৫১ বার গরম রডের সেঁক, অবশেষে মৃত্যু 

নিউমোনিয়ায় আক্রান্ত তিন মাসের শিশুর চিকিৎসার অংশ হিসেবে গরম লোহার রড দিয়ে পেটে ৫১ বার সেঁক দেওয়া হয়েছে। ১৫ দিন পর শিশুটি মারা গেছে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের শাহদোল জেলার একটি আদিবাসী অধ্যুষিত এলাকায়।

শাহদোলের কালেক্টর বন্দনা বৈধ বলেন, অন্ধবিশ্বাস‌ের কারণে এ ঘটনা ঘটেছে। শিশুটির নিউমোনিয়ার জন্য কোনো চিকিৎসা করা হয়নি। মহিলা ও শিশু উন্নয়ন কর্মীরা হাসপাতালে পৌঁছে দেখেন শিশুটি মারা গেছে।

বন্দনা বৈধ বলেন, স্থানীয় একটি ডে কেয়ার সেন্টারের কর্মী শিশুটির মাকে এই কাজ না করার পরামর্শ দিয়েছিলেন। 

জানা যায়, মধ্যপ্রদেশের অনেক আদিবাসী অধ্যুষিত এলাকায় নিউমোনিয়ার চিকিৎসায় গরম লোহার রড দিয়ে সেঁক দেওয়ার রীতি প্রচলিত। 

যুব কংগ্রেসের সভাপতি ডা. বিক্রান্ত ভুরিয়া বলেন, ‘রড দিয়ে সেঁক দিলে মৃত্যু হতে পারে। এটি ব্যথা কমানোর একটি উপায়, কিন্তু সংক্রমণটি ছাড়িয়ে যেতে পারে, যার ফলে মৃত্যু হতে পারে।’ 

বিজেপির মুখপাত্র ডা. হিতেশ বাজপেয়ী বলেন, ‘এ ধরনের প্রথা এখনো প্রচলিত আছে। আমি এলাকার প্রধান মেডিকেল অফিসারকে থানায় গিয়ে একটি অভিযোগ নথিভুক্ত করার এবং কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।’

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি