হোম > বিশ্ব > ভারত

নিজের টাকা পরের কাছে, মেয়ের বিয়ের চিন্তায় বাবার আত্মহত্যা

ভারতের মধ্যপ্রদেশের পান্নায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন ভারতের টেক্সটাইল ব্যবসায়ী সঞ্জয় শেঠ। গতকাল শনিবার গুলিবিদ্ধ অবস্থায় তাঁদের দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার আগে সঞ্জয় শেঠ একটি ভিডিও ধারণ করেছিলেন। যেই ভিডিও থেকে জানা যায়, ব্যবসায়ী সঞ্জয় শেঠ তাঁর মেয়ের বিয়ের খরচের চিন্তায় আত্মহত্যা করেছেন। 

ব্যবসায়ী হিসেবে তিনি অনেক টাকার মালিক হলেও তাঁর টাকাগুলো মানুষের কাছে আটকে ছিল। ফলে মেয়ের বিয়ের খরচের হিসাব মেলাতে পারছিলেন না তিনি। 

আজ রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এনডিটিভি। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়। যেখানে লেখা, ‘গুরুজি আমাকে ক্ষমা করুন। যদি আবার জন্ম হয়, তাহলে আপনার একনিষ্ঠ ভক্ত হব।’ 

আত্মহত্যার আগে এক ভিডিওতে সঞ্জয় শেঠ বলেন, ‘দয়া করে আমার টাকা ফেরত দিন। আমার ছেলেমেয়ের কথা ভেবে ওই টাকা ফেরত দিন। মেয়ের বিয়ের জন্য ৫০ লাখ থেকে ১ কোটি রুপির প্রয়োজন। কিন্তু অ্যাকাউন্টে আছে মাত্র ২৯ লাখ। আপনাদের কাছে যে টাকা পাই, তা ফেরত দিন; যাতে আমার মেয়ের বিয়ে দিতে পারি।’ 

সঞ্জয় আরও বলেন, ‘আমাদের আর বেঁচে থাকার ইচ্ছা নেই। আমরা চলে যাচ্ছি। মেয়ের বিয়ের জন্য গয়না রাখা আছে। সন্তানেরা আমাদের ক্ষমা করে দিস।’ 

পান্নার পুলিশ সুপার ধর্মরাজ মীনা জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পারিবারিক কোনো দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। সঞ্জয়ের লেখা সুইসাইড নোটের সূত্র ধরে তদন্ত শুরু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা