হোম > সারা দেশ > খুলনা

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মোটরসাইকেল আরোহীর মৃত্যু

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে সড়কে দাঁড়িয়ে থাকা ধান বহনকারী ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে মেহেদী হাসান বাবু (২৩) নামের এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। আজ শনিবার (২৮ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার মুন্সিগঞ্জের ধানখালী এলাকায় এ ঘটনা ঘটে। মোটরসাইকেলের চালক অলিয়ার রহমানও এ সময় গুরুতর আহত হয়েছেন। তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

মেহেদী হাসান বাবু (২৩) উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি গ্রামের আব্দুল মাজেদ গাজীর ছেলে। কয়েক সপ্তাহ আগে সেটেলমেন্ট অফিসের কম্পিউটার অপারেটর পদে চাকরি পেয়েছেন। 

মেহেদীর ফুপা আব্দুল্লাহ তরফদার জানান, সেটেলমেন্ট অফিসের একটি নোটিশ দিতে আজ শনিবার সন্ধ্যায় সঙ্গে মুন্সিগঞ্জে যাচ্ছিল। পথে চালকের অসতর্কতার কারণে ধানখালী এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ধানবাহী ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। 

এ সময় স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসকেরা মেহেদীকে মৃত ঘোষণা করেন। অবস্থা গুরুতর হলে অলিয়ারকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাকির হোসেন জানান, মেহেদীকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। মাথায় আঘাতের কারণে অধিক রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। 

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার