হোম > রাজনীতি

বিএনপির পদযাত্রার আগে রাজধানীতে আ.লীগের ‘শান্তি সমাবেশ’

নুরুল আমিন হাসান, উত্তরা (ঢাকা) 

বিএনপির পদযাত্রা কর্মসূচির আগে রাজধানীর উত্তরায় আওয়ামী লীগের ‘শীত বস্ত্র ও শান্তি সমাবেশ’–এ যোগ দিয়েছেন কয়েক হাজার নেতা–কর্মী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উত্তরার আজমপুরে আমির কমপ্লেক্সের পেছনের সড়কে আজ শনিবার সকাল ১০টায় অনুষ্ঠানটির আয়োজন করেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান।

সরেজমিনে দেখা যায় উত্তরার আমির কমপ্লেক্স শপিং সেন্টারের পেছনের আজমপুর থেকে রাজলক্ষ্মী যাওয়ার সড়কের মাঝামাঝি স্থানে অনুষ্ঠানের মঞ্চ করা হয়। এতে সড়কের দুই পাশ বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারীরা।

এ দিকে শীত বস্ত্র বিতরণ ও শান্তি সমাবেশে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে দলে দলে যোগ দেন। সমাবেশে যোগ দিতে বিভিন্ন থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসেন। এ সময় তাঁদের ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জামাত, শিবির, রাজাকার, হুঁশিয়ার সাবধান’–এর মতো স্লোগান দিতে শোনা যায়।

সমাবেশে অংশ নিতে মিছিল নিয়ে যোগ দিয়েছেন তুরাগ থানার ৫২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ও সাবেক তুরাগ থানা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশকে নিয়ে সব ষড়যন্ত্রের প্রতিবাদে আজকে আমাদের শান্তি সমাবেশ। আমরা এখান থেকে সারা দেশে শান্তি ছড়িয়ে দিতে চাই। সব ষড়যন্ত্রের জবাব দিতে চাই।’

সমাবেশের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোজাম্মেল হোসেন মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, উপপ্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম ও আওয়ামী লীগের সদস্য সানজিদা খানম।

এ দিকে ১০ দফা দাবি আদায়ে আজ শনিবার থেকে রাজধানীতে চার দিনের পদযাত্রা শুরু করতে যাচ্ছে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি। আজ রাজধানীর বাড্ডা থেকে মালিবাগের আবুল হোটেল পর্যন্ত পদযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। বেলা দুইটায় কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পত্রিকা অফিসে হামলার গোয়েন্দা তথ্য ছিল, আমলে নেওয়া হয়নি: সালাহউদ্দিন

হাদিকে কারা হত্যা করেছে, জনগণের বুঝতে বাকি নেই: গোলাম পরওয়ার

তারেক রহমানের জন্য নির্ধারিত ফ্লাইটের দুই কেবিন ক্রুকে প্রত্যাহার

‘নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে’, হাদির কবর জিয়ারত করে বললেন জামায়াত আমির

‘আমি তো মামলা করি না, ডাইরেক্ট ওয়ারেন্ট করাই’

২,০০০ পুলিশের বলয়ে থাকবেন তারেক রহমান

জুলাইকে দক্ষিণপন্থী ভাবাদর্শ বানাতে উঠেপড়ে লেগেছে নব্য ফ্যাসিবাদী শক্তি: উদীচী

কতিপয় রাজনৈতিক দল পানি ঘোলা করে ফায়দা লোটার চেষ্টা করছে: মির্জা আব্বাস

হাদির হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে: সালাহউদ্দিন

মার্কা যা-ই হোক, সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব: রুমিন ফারহানা