ভিডিও ডেস্ক
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নারী ক্রিকেটারদের মাসিক বেতন সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।
নতুন এই বেতন কাঠামোতে, ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন ১ লাখ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করা হয়েছে। এর পাশাপাশি অধিনায়কের জন্য মাসিক ৩০ হাজার এবং সহ-অধিনায়কের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত ভাতা প্রদানের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।