সড়ক দুর্ঘটনায় বেঁচে ফেরা মাস্টার্স পাস কল্লোল এখন সবজি বিক্রেতা
মো. ছাব্বির ফকির, খুলনা
জীবনের কাছে হার মানেননি কল্লোল কুমার দাশ। এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হারিয়েছেন একটি হাত। তবুও হারাননি আশা ও সাহস। নিজের পরিশ্রমে গড়ে তুলেছেন ছোট্ট এক কাঁচামালের ব্যবসা।