ভিডিও ডেস্ক
বাংলা চলচ্চিত্রে বাস্তবতার অনন্য কণ্ঠস্বর ঋত্বিক ঘটক—আজ তাঁর জন্মের ১০০ বছর পরও ফিরলেন রাজশাহীর মাটিতে, তবে এবার ইটের স্তুপ আর স্মৃতির প্রতিকৃতিতে।
ইতিহাস, ঐতিহ্য আর একগুচ্ছ স্মৃতির সাক্ষী হয়ে রাজশাহীর মিয়াপাড়ায় দাঁড়িয়ে ছিল একটি পুরোনো বাড়ি—চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক ভিটা। এখন সেখানে কেবল ধ্বংসস্তুপ। ভাঙা ইট, চুন-সুরকি, আর অতীতের গন্ধে মিশে আছে এক কিংবদন্তির শৈশবের গল্প।
আজ, তাঁর জন্মের শতবর্ষে—ঋত্বিক ঘটক যেন প্রতিকৃতির রূপে ফিরে এলেন সেই ধ্বংসস্তুপে।