দেবাশীষ দত্ত, কুষ্টিয়া
কালের আবর্তে হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা আবারও ফিরেছে কুষ্টিয়ার মাটিতে। বাদ্যের তালে তালে লাঠিয়ালদের কসরত, আক্রমণ আর প্রতিরক্ষার মুগ্ধকর দৃশ্যে মুখরিত হয়েছে কবুরহাট গ্রাম। তিন দিনব্যাপী আয়োজনে হাজারো মানুষ উপভোগ করেছেন গ্রামীণ এই প্রাণের উৎসব।