ভিডিও ডেস্ক
বাড়িতে চলছে বিয়ের প্রস্তুতি। সাজানো হয়েছে গেট ও প্যান্ডেল। দু’দিন আগে থেকেই কাজ শুরু করেছেন ডেকোরেটর শ্রমিকরা। বরযাত্রী ও আত্মীয়স্বজনদের আপ্যায়নের জন্য কিনে আনা হয়েছে তিনটি খাসি। এই সব আয়োজন চলছে রংপুরে তারাগঞ্জে চুরির অপবাদে গণপিটুনিতে নিহত রুপলাল রবিদাসের মেয়ে নুপুর রবিদাসের বিয়েকে ঘিরে।