ভিডিও ডেস্ক
১৩৫ বছর ধরে একটানা…একই ধ্যানে, একই টানে মানুষ ছুটে আসে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায়…ফকির লালন সাঁইয়ের ধামে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। অসংখ্য বাউল, সাধু, গুরু, বৈষ্ণব—সবার পদচারণে মুখর হয়ে উঠেছিল লালনের এই পবিত্র তীর্থভূমি।