কে এম মেহেদী হাসান, বরিশাল
১৭০ বছরের ইতিহাস বহন করা বরিশাল পাবলিক লাইব্রেরি আজ অবহেলা আর অযত্নে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। পাঠকশূন্য এই লাইব্রেরি এখন টিকে আছে শুধু একজন কেয়ারটেকারের ওপর ভর করে। বয়সের ভারে ন্যুব্জ সেই কেয়ারটেকারের মতোই জরাজীর্ণ হয়ে পড়েছে ঐতিহ্যবাহী এই ভবন।