ভিডিও ডেস্ক
https://www.youtube.com/watch?v=0sh9ZzkScLY
একসময় ‘নির্মল বাতাসের শহর’ হিসেবে পরিচিত ছিল রাজশাহী। ২০১৬ সালে বাতাসে ক্ষতিকর ধূলিকণা কমানোর সাফল্যে পেয়েছিল ‘বিশ্বসেরা নির্মল শহর’-এর স্বীকৃতি। কিন্তু নয় বছর পর সেই রাজশাহীর আকাশ এখন ধোঁয়া আর ধুলায় ভারী।
সুইজারল্যান্ডভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর প্রতিবেদনে দেখা গেছে— দেশের আটটি বিভাগীয় শহরের মধ্যে সবচেয়ে দূষিত বাতাস এখন রাজশাহীর। শহরের বায়ুর মান সূচক ১৬৭, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে।