আব্দুল কাইয়ুম, চট্টগ্রাম
চার দিনের অচলাবস্থার পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে পাহাড়ি জনপদ খাগড়াছড়ি। দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে, দোকানপাটও খুলছে। ঘোষিত অবরোধ কর্মসূচি আগামী ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত হওয়ায় এলাকায় স্বস্তির বাতাস বইতে শুরু করেছে। বুধবার (১ অক্টোবর) সকাল থেকে সীমিত আকারে কিছু দূরপাল্লার গাড়ি ছেড়ে যেতে দেখা যায়। বাস কাউন্টারগুলোতেও যাত্রীদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে সংগঠনের ফেসবুক পেজে জানানো হয়, শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এবং প্রশাসনের দেওয়া ৮ দফা বাস্তবায়নের আশ্বাসের ভিত্তিতে অবরোধ সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।