ভিডিও
প্রথমে ব্ল্যাক মাশরুমটি শুকিয়ে পাউডার করে নিতে হবে। এরপরে এক গ্লাস পানিতে চা-চামচের চার ভাগের এক ভাগ ব্ল্যাক মাশরুম পাউডার। চিনি পছন্দমতো। কালার সুন্দর করার জন্য বিট রুট পাউডার তিন আঙুলের একটি চিমটি দিয়ে ভালোভাবে মিশ্রণ করতে হবে। হয়ে গেল ব্ল্যাক মাশরুমের ড্রিংকস। ইচ্ছে করলে এটা আপনি চিনি ছাড়াও বিট লবণ ও লেবু দিয়েও তৈরি করে খেতে পারবেন।
আরও ভিডিও দেখতে ইউটিউব চ্যানেলটি ক্লিক করুন: https://www.youtube.com/c/AjkerPatrikabd