নুর মোহাম্মদ, রংপুর
ইউটিউব আর ফেসবুকে উদ্যোক্তাদের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে সিফাত শুরু করেন সুতা আর্ট। কাঠের বোর্ডে পেরেক পুঁতে সুতা দিয়ে বুনতে থাকেন ছবি—কখনো মানুষের মুখ, কখনো প্রাণীর প্রতিচ্ছবি, আবার কখনো নাম বা নম্বরের নকশা। শুরুতে লোকসান হলেও হাল ছাড়েননি। ধৈর্য, শ্রম আর সৃজনশীলতায় একসময় তার শিল্পকর্ম ছুঁয়ে যায় মানুষের হৃদয়।